Team:Aberdeen Scotland/Bengali

From 2009.igem.org

Revision as of 08:42, 21 August 2009 by Stuart (Talk | contribs)

University of Aberdeen iGEM 2009

Pico small.png

Our Sponsors















Visitors

Locations of visitors to this page


Bangladesh FlagAberdeen2009.JPG

স্বয়ংসম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত এবং স্বয়ংক্রিয়ভাবে পাইপ এর ফাঁটল মেরামতকারী ক্ষুদ্র অণু বিজ্ঞানী; The Pico-Plumber

কৃত্রিম জীববিজ্ঞান আধুনিক বিজ্ঞান এর জগতে একটি নতুন দিক উন্মোচনকারী অধ্যায়। জীববিজ্ঞানী এবং প্রকৌশলীদের একই ছাঁদের নিচে এনে চিকিৎসা, প্রকৌশল এবং আধুনিক জীব বিজ্ঞানের জগতে নতুন দিক উন্মোচন করার অভিপ্রায় থেকেই বিজ্ঞানের এই নতুন শাখার সূচনা। এই শাখাকে সমৃদ্ধ করার অংশ হিসেবেই প্রতি বছর পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে তরুণ, সম্ভাবনাময় বিজ্ঞানীরা নিজেদের প্রকল্পিত এবং নকশাকৃত প্রজেক্ট পুরো পৃথিবীর সামনে তুলে ধরতে জড়ো হয় ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অফ টেকনোলজী (এম আই টি), ইউ এস এ তে। তার অংশ হিসেবে আমরা আমাদের প্রজেক্ট তৈরী করেছি মানুষের অন্ত্রে বসবাসকারী Eschrichia coli ব্যাকটেরিয়াকে জীনগতভাবে পরিবর্তন করে এবং এটির কিছু বিশেষ ধর্মকে ব্যবহার করে। আমাদের তৈরি জীনগতভাবে পরিবর্তিত এই ব্যাকটেরিয়া ফাঁটল ধরা পাইপ সনাক্ত এবং পরবর্তীতে সেই ফাঁটল মানুষের সাহায্য ছাড়া মেরামত করতে পারবে। এই প্রজেক্ট সফল হলে এটি দৈনন্দিন জীবনে,পেট্রোলিয়াম কিংবা তৈল শিল্পেই কেবল কাজে লাগবেনা, বরং এই ব্য়াকটেরিয়ার ধর্মকে কাজে লাগিয়ে অষুধ এর সহায়ক উপাদান হিসেবেও ব্যবহার করা সম্ভব যেটি সংশ্লিষ্ট অসুখের বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া বন্ধ করে কেবল মাত্র নির্ধারিত স্থানে কাজ করতে বাধ্য করবে। আমাদের প্রকল্পের আওতায় বিশেষভাবে পরিবর্তিত এই ব্যাকটেরিয়া দুই ধরণের প্রোটিন তৈরি করবে যার একটি সেল ভেতরে এবং আরেকটি বাইরে অবস্থান করবে। ব্যাকটেরিয়া কেবলমাত্র তখনই ফাঁটল মেরামত করতে পারবে যখন এই প্রোটিন দুটি একসাথে মিশ্রিত হবে।সেক্ষেত্রে বাইরে অবস্থানকারী প্রোটিনটি পাইপ এর ফাঁটল ধরা স্থান সনাক্ত করবে এবং ভেতরে থাকা প্রোটিনটি হবে আঁঠালো ধরণের পদার্থ যা পাইপ এর ফাঁটল বন্ধ করতে সক্রিয় ভূমিকা পালন করবে।